
প্রকাশিত: Fri, Aug 18, 2023 11:22 PM আপডেট: Thu, Jul 3, 2025 4:59 PM
[১]সর্বজনীন পেনশনের নামে সরকার টাকা চুরির নতুন ফন্দি করেছে: মির্জা ফখরুল [২]পালাবার পথ পাবে না
রিয়াদ হাসান: [৩] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পেনশন ভাতার নামে টাকা চুরি করে ভোট করবে এরা। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
[৪] মির্জা ফখরুল বলেন, আজ সারাদেশকে এই আওয়ামী লীগ কারাগারে পরিণত করেছে। কেন আটক করে? ভয়ে। ভয়ে আওয়ামী লীগের মুখ শুকিয়ে গেছে। শেখ হাসিনা এখন নতুন নতুন কাপড় পরা বন্ধ করে দিয়েছে। তারা যে টাকা পাচার করেছে তা নিয়ে চিন্তায় আছে। অবস্থা এখন আরো খারাপ। মার্কিন থেকে বাংলাদেশকে নিয়ে শুনানি দাবি করছে সে দেশের সংস্থাগুলো।
[৫] আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, কোনো দিকেই পথ নেই, উত্তরে উচ্চাঙ্গ পর্বতমালা আর দক্ষিণে বঙ্গোপসাগর, কোনো দিকে ওদের যাওয়ার আর পথ নেই। আর কোনো সময় নেই। মানে এখনি পদত্যাগ করো। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাও, সংসদ বিলুপ্ত করো, নতুন নির্বাচন কমিশন করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করো।
[৬] ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালামের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। এতে শীর্ষ পর্যায়ের বিভিন্ন নেতা বক্তব্য রাখেন।
[৭] এর আগে সকালে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উদযাপন উপলক্ষে গুলশানে বিএনপি চেয়াপারসনের কার্যালয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন মির্জা ফখরুল। এতে তিন পর্বে মোট ৬৯ জনকে পুরস্কার প্রদান করা হয়।
[৮] মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান তার মেধা, দক্ষতা, সততা দিয়ে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশেকে একটি সম্ভাবনাময় দেশ হিসেবে গড়ে তুলেছিলেন। এর ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে বাংলাদেশ হয়েছে ইমার্জিং টাইগার। আর এখন এটাকে বলা হচ্ছে ফ্যাসিবাদী লুটেরা এবং জনগণের সম্পদ হরণকারী একটা সরকার। এই অবস্থা থেকে উত্তরণে জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে।
[৯] পঁচাত্তরের ১৫ আগস্টের ঘটনার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, তা মিথ্যাচার। এটা হচ্ছে শুধু ইতিহাসকে বিকৃত করা। যে আন্দোলন শুরু হয়েছে জনগণের গণতন্ত্র ফেরাতে, সেই আন্দোলনকে বিপথে পরিচালিত করা। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
